516)(Story-17-5) The war of 1971 -5 . (একাত্তরের যুদ্ধ-৫।) - Written by Junayed Ashrafur Rahman

 516 https://parg.co/bMbz )(Story-17-5) The war of 1971 -5 . (একাত্তরের যুদ্ধ-5।) - Written by Junayed Ashrafur Rahman https://parg.co/bPrW ✒ 


(Ongoing https://parg.co/bVYk , Part-1 https://parg.co/btSB )


#Story #Liberationwar #History #Politics #Drama #Comedy #Fantasy #Suspense 


 I said to the drunken Kajal, "Have you ever seen me smoke a cigar?"


 Drunk Kajal blinked and said, "No."


 I: - Then why are you asking me to drink wine ?


 Drunk Kajal: If you don't smoke, you won't drink wine , is there any scripture?


 I: - No.


 Drunk Kajal: Then what is the problem with drinking ?


 I: - I will not drink , that's the big thing.


 Hearing this, the drunken Kajal took the bottle of wine from in front of me and held it in front of Jamal and said, "You drink wine. My roommate will not drink wine, you drink wine. Drink , drink , drink wine."


 I then said to Kajal, "Who are you asking to drink? This is my guest."


 Drunk Kajal then said, "Whose guest? I don't know, I don't know, guest? Where is Fau Guest?"


 I then motioned to Jamal, Sajeed and the manager to be quiet. Because, Kajal is drunk now. He will say bad things even if he means something good.


 Then Kajal said to Jamal, "Hey stupid , where are you from?"


 I then said to Kajal, "You are drunk now, lie down a little quieter. We will talk when the drunkenness subsides."


 Drunk Kajal: - No. Tell me now.


 I then said, "This is Jamal. He has come to collect people for the liberation war."


 Hearing this, the drunken Kajal started laughing. He laughed for a long time and said, "You can't win a big title by fighting, I will win that big title without fighting."


 When we heard the drunken Kajal, we all laughed hahahaha.


 Then Jamal smiled and said to Kajal, "Is this also possible? How can you take the big title of liberation war without fighting with arms?"


 The drunken Kajal then drank two sips of wine from the bottle and said, "After the war I will buy the freedom fighter's certificate for fifty taka. And if the Pak army wins the war, I will buy the Razakar's (Group of anti liberation) certificate. Some will be injured and some will be killed. But I will drink and rejoice, and at the end of the war I will buy a big certificate. So listen to me, drink and rejoice like me instead of going to war. And take the certificate at the end of the war. " Saying this, the drunk Kajal took another sip of wine from the bottle.


 Jamal was startled and asked, "Why do you take the Razakar's certificate at the end of the war?"


 Drunk Kajal took another sip of wine and said, "I saw a meeting taking place at Swadeshi Bazaar after drinking and buying liquor from a liquor store near Mechua Bazar (Fish market) in Ganginarpar. "Those who join the Razakar team will be given many advantages at the end of the war. Government jobs will be given. If you don't work for the government, you will be paid a large sum of money every month. Life insurance will be provided free of cost. If you are sick, you will be taken to West Pakistan for advanced treatment at the government's expense."


 On hearing this, Sajeed said, "Will Kamaruzzaman's father pay for all these expenses?"


 Then the drunken Kajal said, "If the country becomes independent, will you build a new country with your father's money?"


 On hearing this, Jamal said, "No. If the country becomes independent, we will not build the country with anyone's father's money. We will build it with the people's tax money."


 Drunk Kajal: - The government of Pakistan is also running the country with the tax money of the people. So what is the need to fight?


 Jamal :- That's right. But the Pakistanis treated the Bengalis worse than the slaves. Basically the Pakistanis are worse than the British as rulers. So our freedom is urgent.


 Drunk Kajal took another sip of wine and said, "Kamaruzzaman was saying in Swadeshi Bazaar, Pakistani-Bengali brother, we have no enmity. So there is no need for war."


 Jamal: - This is their strategy to turn people away from war. But when the time comes, it will kick.


 Kajal then licked his lips and said, "Whatever it is, I have fixed it. If the Bengalis win the war, I will buy the freedom fighter's certificate, but if the Pakistanis win, I will buy the Razakar's certificate."


 Jamal then smiled and said, "Then you will be a fake freedom fighter."


 The drunken Kajal then took another sip of wine and said, "But that will no longer be written in the certificate."


 I then gestured to everyone to be quiet and told Kajal, "You drank a lot, now eat rice."


 Then Kajal washed his hands and opened his tiffin carrier and sat down to eat with us.


 After eating, the drunken Kajal lay down on his bed.


 The manager left after arranging the tiffin carriers.


 I slept in my bed and Jamal slept with Sajed of his own free will.


 After about half an hour, someone started knocking on the door.


 Drunk Kajal then said, "Who is knocking on the door like this?"


 Then a rebuke from outside said, "Do you have to introduce me? Open the door."


 Then Kajal said, "You don't even know how to knock on people's door? If you want to know your identity again, you get intimidated. Didn't your parents teach you that too, you bastard?"


 Then from the other side of the door he said in a soft tone, "I am Kutubbadi, the Assistant Regional Commander of the Razakar forces." (Continued https://parg.co/bVhx ) ©️All Right Reserved by Junayed Ashrafur Rahman 


(চলমান https://parg.co/bVYk , পার্ট - ১ https://parg.co/btSB )


মাতাল কাজলকে বললাম, " আমাকে তুই কখনো চুরুট খেতে দেখেছিস ? "


মাতাল কাজল দুই চোখ পিট পিট করে বলল, " না। "


আমি :- তাহলে আমাকে মদ খাইতে বলছিস কেন ?


মাতাল কাজল :- চুরুট না খাইলে মদ খাওয়া হবেনা, এটা কি কোন শাস্ত্রে আছে ?


আমি :- নাই। 


মাতাল কাজল :- তাহলে খাইতে সমস্যা কী ?


আমি :- খাবনা, এটাই বড় কথা।


এই কথা শোনে মদের বোতলটা আমার সামনে থেকে নিয়ে জামালের সামনে ধরে মাতাল কাজল বলল, " তুই খা মদ। আমার রুমমেট মদ খাবেনা, তুই খা মদ। খা, খা, মদ খা।"


আমি তখন কাজলকে বললাম, " তুই কাকে মদ খাইতে বলছিস ? ইনি আমার গেস্ট। "


মাতাল কাজল তখন বলল, " কীসের গেস্ট ? চেনা নাই, জানা নাই, গেস্ট ? ফাউ গেস্ট কোথাকার ? "


আমি তখন জামাল, সাজেদ আর ম্যানেজারকে ইশারা করে চুপ থাকতে বললাম। কেননা, কাজল এখন মাতাল। ভালো কিছু বুঝালেও সে খারাপ কথা বলবে।


তখন জামালকে কাজল বলল, " এ ব্যাটা, তুই কোত্থেকে এসেছিস ? "


আমি তখন কাজলকে বললাম, " তুই এখন মাতাল, একটু চুপ করে শোয়ে থাক্। মাতলামি কমলে কথা হবে। "


মাতাল কাজল :- না। এখন বলবি।


আমি তখন বললাম, " ইনি জামাল। মুক্তিযুদ্ধের জন্য লোক সংগ্রহ করতে এসেছেন। "


এই কথা শুনে মাতাল কাজল হেঃ হেঃ হেঃ হাঃ হাঃ হাঃ হোঃ হোঃ হোঃ করে হাসতে লাগল। অনেকক্ষণ হেসে বলল, " তোরা যুদ্ধ করে যে বড় খেতাব অর্জন করতে পারবিনা, আমি যুদ্ধ না করেই সেই বড় খেতাব অর্জন করে নেব। "


মাতাল কাজলের কথা শোনে তখন আমরা সকলেই হাঃ হাঃ হাঃ করে হেসে উঠলাম।


তখন জামাল হাসতে হাসতে কাজলকে বলল, " এটাও কি সম্ভব ? অস্ত্র দিয়ে যুদ্ধ না করেই মুক্তিযুদ্ধের বড় খেতাব নিয়ে নেবে কীভাবে ? "


মাতাল কাজল তখন বোতল থেকে দুই ঢোক মদ খেয়ে বলল, " যুদ্ধ শেষ হওয়ার পর পঞ্চাশ টাকা দিয়ে মুক্তিযোদ্ধার সনদ কিনে নেব। আর যদি যুদ্ধে পাক বাহিনী জিতে, তাহলে রাজাকারের সনদ কিনে নেব। তোরা যুদ্ধ করে কেউ আহত হবি, কেউ নিহত হবি। কিন্তু আমি মদ খাব আর ফুর্তি করব, আর যুদ্ধের শেষে বড় সনদ কিনে নেব। তাই আমার কথা শোন, যুদ্ধে যাওয়া বাদ দিয়ে আমার মত মদ খা আর ফুর্তি কর। এবং যুদ্ধের শেষে সনদ নিয়ে নে।" এই কথা বলে মাতাল কাজল বোতল থেকে আরো এক ঢোক মদ খাইল। 


জামাল চমকে উঠে জিজ্ঞেস করল," যুদ্ধের শেষে তুমি রাজাকারের সনদ নেবে কেন ? " 


মাতাল কাজল আরেক ঢোক মদ খেয়ে বলল, " গাঙ্গিনারপাড়ের মেছুয়া বাজারের পাশে মদের দোকান থেকে মদ খেয়ে এবং কিনে আসার সময় স্বদেশি বাজারে দেখলাম একটা মিটিং হচ্ছে। তাতে কামারুজ্জামান বক্তব্য দিয়ে বলছিল, যারা রাজাকারের দলে যোগ দেবে তাদেরকে যুদ্ধের শেষে অনেক সুবিধা দেয়া হবে। সরকারি চাকরি দেয়া হবে, সরকারি চাকরি না করলে প্রতি মাসে মোটা অঙ্কের টাকা দেয়া হবে, বিনা খরচে জীবন বীমার ব্যবস্থা করা হবে, অসুস্থ হলে সরকারি খরচে পশ্চিম পাকিস্তানে নিয়ে উন্নত চিকিৎসা করা হবে। " 


এই কথা শোনে সাজেদ বলল, " এই সকল খরচ কি কামারুজ্জামানের বাপের টাকা দিয়ে করবে ? " 


তখন মাতাল কাজল বলল, " দেশ স্বাধীন হলে নতুন দেশ কি তোর বাপের টাকা দিয়ে গড়বি ? " 


এই কথা শোনে জামাল বলল, " না। দেশ স্বাধীন হলে আমরা কারোর বাপের টাকা দিয়ে দেশ গড়ব না। বরং জনগণের ট্যাক্সের টাকা দিয়েই গড়ব। " 


মাতাল কাজল :- পাকিস্তান সরকারও ত জনগণের ট্যাক্সের টাকায় দেশ চালাচ্ছে। তাহলে যুদ্ধ করার দরকার কী ? 


জামাল :- কথাটা ঠিক আছে। কিন্তু বাঙালিদের সঙ্গে পাকিস্তানিরা গোলামের চেয়েও অধম আচরণ করে। মূলত পাকিস্তানিরা শাসক হিসেবে ইংরেজদের চেয়ে জঘন্য। তাই আমাদের স্বাধীনতা জরুরি। 


মাতাল কাজল আরেক ঢোক মদ খেয়ে বলল, " স্বদেশি বাজারে কামারুজ্জামান বলছিল, পাকিস্তানি - বাঙালি ভাই ভাই , আমাদের কোন শত্রুতা নাই। তাই যুদ্ধেরও দরকার নাই। " 


জামাল :- এটা হচ্ছে মানুষকে যুদ্ধ থেকে ফেরানোর জন্য তাদের অপকৌশল। কিন্তু সময় হলে ঠিকই লাথি মারবে। 


কাজল তখন নিজের ঠোঁট চাটতে চাটতে বলল, " সেটা যা হয় হবে, আমি ঠিক করে রেখেছি। যুদ্ধে বাঙালিরা জিতলে মুক্তিযোদ্ধার সনদ কিনব, কিন্তু পাকিস্তানিরা জিতলে রাজাকারের সনদ কিনব। " 


জামাল তখন মুচকি হেসে বলল, " তাহলে ত তুমি ভেজাল মুক্তিযোদ্ধা হবা। " 


মাতাল কাজল তখন আরেক ঢোক মদ খেয়ে বলল, " কিন্তু সেটা ত আর সনদে লিখা থাকবেনা। " 


আমি তখন ইশারা করে সকলকে চোপ থাকতে বললাম এবং কাজলকে বললাম, " অনেক ত মদ খাইলি, এবার ভাত খা। "


তখন কাজল ঢুলতে ঢুলতে হাত ধুয়ে ওর টিফিন ক্যারিয়ার খুলে আমাদের সঙ্গে খাইতে বসল।


খাওয়া শেষ করে মাতাল কাজল নিজের বিছানায় শোয়ে নিল।


টিফিন ক্যারিয়ারগুলো গুছিয়ে ম্যানেজার চলে গেল।


আমি আমার বিছানায় শোলাম আর জামাল নিজের ইচ্ছাতেই সাজেদের সঙ্গে শোয়ে নিল।


প্রায় আধা ঘণ্টা পর দরজায় ধম ধম করে কে যেন কিল মারতে লাগল।


মাতাল কাজল তখন বলল, " কে এভাবে দরজায় কিল মারছে ? "


তখন বাইরে থেকে একজন ধমকে বলল, " তোকে আমার পরিচয় দিতে হবে নাকিরে ? খোল দরজা। "


তখন কাজল বলল, " মানুষের দরজায় কীভাবে নক করতে হয় সেটাও জানিসনা ? আবার পরিচয় জানতে চাইলে ধমকে উঠিস। তোর বাবা - মা কি এটাও তোকে শিক্ষা দেয়নি, হারামজাদা কোথাকার ? "


তখন দরজার অপর পাশ থেকে কিছুটা নরম সুরে বলল, " আমি রাজাকার বাহিনীর সহকারী আঞ্চলিক কমান্ডার কুতুবদ্দি। " (চলবে https://parg.co/bVhx ) ©️All Right Reserved by Junayed Ashrafur Rahman 

Popular posts from this blog

223)(গল্প-1-15) আসামের জঙ্গলে - 15 (IN THE FOREST OF ASSAM - 15)।-Written by Junayed Ashrafur Rahman ✒

184) (গল্প - 1) আসামের জঙ্গলে (IN THE FOREST OF ASSAM)।-Written by Junayed Ashrafur Rahman

167)Importance of the stories.(গল্পের গুরুত্ব।)-Written by Junayed Ashrafur Rahman ✒