514)(Story-17-4) The war of 1971 - 4. (একাত্তরের যুদ্ধ-4।) - Written by Junayed Ashrafur Rahman

 514 https://parg.co/bMbz )(Story-17-4) The war of 1971 - 4. (একাত্তরের যুদ্ধ-4।) - Written by Junayed Ashrafur Rahman https://parg.co/bPrW ✒ 


(Part-3 https://parg.co/btxg


#Story #Liberationwar #History #Politics #Drama #Comedy #Fantasy #Suspense 


My classmates and others went to their own dormitory. I went to our dormitory with Jamal.


 In the one-storey dormitory we have students from different places. The hostel owner lives in three separate rooms with his two sons and a daughter and wife.


 Seeing me, the hostel manager said, "Hey Mama (Brother of Mother) , have you come? There is a surprise for lunch today." In the Mymensingh dormitory and other places, men are called mama and women are called aunts. That is why they are called mama and aunt.


 I: - What is the surprise mama?


 Manager: - I will not say that now. But you will see while eating.


 I: - Well. But today I have a guest meal.


 I said this and showed it to Jamal. Seeing Jamal, the manager said, "Then you will have two meal this afternoon."


 I left the book, notebook and pen in the room, took Jamal to the tubewell, performed ablution and came back to the room to perform the Zahur prayer.


 We have three students in each room. My house is in Nandail of Mymensingh, Kajal's house is in Gafargaon and Sajed's house is in Trishal.


 Other rooms have students from Netrokona, Jamalpur, Sherpur, Tangail, Sunamganj and Kishoreganj.


 After praying, I saw Sajed enter the room. I asked Sajed, "Where is Kajal?"


 Sajeed said, "I don't know. Maybe he went to Ganginarpara."


 At that time the hostel manager came and brought meal in four tiffin carriers.


 The three of us opened our tiffin carriers and saw rice in the first bowl, huge chunks of helicopter catfish in the second bowl, weighing about two and a half hundred grams, with large potato slices and more spiced broth. Half-broken masakalaiya dal cooked thick in the last bowl.


 I said to the manager, "Really Mama, you gave us a surprise lunch today."


 Manager: - I went to the fish market in Ganginarpar. I went and saw Suresh Malo of Shambhuganj sitting with many helicopter catfish. I pointed to the biggest helicopter catfish and said, "How much is this?" Then Suresh said, "No matter how much you pay." So I wanted to say twenty paise, then Zarina of Mechua Bazar whispered in my ear, "Brother, the price of fish is very low today. Fish sellers are selling fish at low prices after getting the news that there will be war in the country. Tell low the price of fish." I said the price is ten paise. Then Suresh said, "Give it to my brother. I go home after selling the fish. When the war starts, I have to leave the fish without selling it and run away."


 On hearing this, Jamal said, "Wow, you took the surprise by buying fish yourself and also gave us a surprise by cooking."


 Manager: - Zarina helped me so much, so I bought her a drink. At that time a friend of Zarina came, so I gave her a drink. However, the Zarina of the fish market benefits almost everyone.


 Jamal then broke a piece of helicopter catfish and said, "Who are the Zarina?"


 Manager: - Zarina stays in the fish market.


 Jamal: - What do they do?


 Hearing this, the manager was mumbling, so I quickly said, "They are entertainment workers. It's their job to entertain people." And I changed the subject and said, "Why isn't Kajal still coming?"


 Manager: - Don't talk about Kajal anymore. Lately, after drinking Bengali wine from Ganginarpar, he came drunk and started talking nonsense. He said yesterday, from now on he will bring Bengali wine to the room and eat it.


 I: - Kajal is not such a boy. What happened to him suddenly?


 Manager: - I think so too.


 At that time Kajal entered the room and handed me a bottle and said, "Here is a bottle of wine, drink wine, drink wine." (Continued https://parg.co/bVun ) ©️All Right Reserved by Junayed Ashrafur Rahman 

(চলমান https://parg.co/btxg পার্ট ১ https://parg.co/btSB

আমার ক্লাসমেট আর অন্যরা নিজেদের ছাত্রাবাসে চলে গেল। জামালকে সঙ্গে নিয়ে আমি গেলাম আমাদের ছাত্রাবাসে।


একতলা ছাত্রাবাসে আমরা বিভিন্ন স্থানের ছাত্ররা থাকি। ছাত্রাবাসের মালিক নিজের দুই ছেলে ও এক মেয়ে আর স্ত্রীকে নিয়ে আলাদা তিন রুমে থাকেন।


আমাকে দেখে ছাত্রাবাসের ম্যানেজার বলল, " আরে মামা, এসেছেন ? আজ দুপুরের খাবারে সারপ্রাইজ আছে। " ময়মনসিংহের ছাত্রাবাস ও অন্যান্য স্থানে পুরুষদেরকে মামা আর মহিলাদেরকে খালা বলা হয়। তাই পরস্পরকে মামা ও খালা বলে সম্বোধন করা হয়। 


আমি :- কী সারপ্রাইজ আছে মামা ?


ম্যানেজার :- সেটা এখন বলব না। তবে খাওয়ার সময়ই দেখবেন।


আমি :- আচ্ছা। তবে আজ আমার গেস্ট মিল আছে।


এই কথা বলে জামালকে দেখালাম। জামালকে দেখে ম্যানেজার বলল, " তাহলে আজ দুপুরে আপনার দুটো মিল হবে। "


রুমে গিয়ে বই, খাতা আর কলম রেখে জামালকে নিয়ে টিউবওয়েলে গিয়ে ওযু করে আবার রুমে এসে জহুরের নামায আদায় করলাম।


প্রতিটা রুমে আমরা তিনজন ছাত্র থাকি। আমার বাড়ি ময়মনসিংহের নান্দাইলে, কাজলের বাড়ি গফরগাঁওয়ে আর সাজেদের বাড়ি ত্রিশালে।


অন্যান্য রুমে নেত্রকোণা, জামালপুর, শেরপুর, টাঙ্গাইল, সুনামগঞ্জ আর কিশোরগঞ্জের ছাত্ররা থাকে।


নামায আদায়ের পর দেখলাম রুমে সাজেদ প্রবেশ করল। সাজেদকে আমি জিজ্ঞেস করলাম, " কাজল কোথায় ? "


সাজেদ বলল, " জানিনা। হয়ত গাঙ্গিনারপাড়ে গিয়েছে। "


এমন সময় ছাত্রাবাসের ম্যানেজার এসে চারটা টিফিন ক্যারিয়ারে করে খাবার নিয়ে এল।


আমরা তিনজন যার যার টিফিন ক্যারিয়ার খুলে দেখলাম প্রথম বাটিতে ভাত, দ্বিতীয় বাটিতে বোয়াল মাছের বিরাট বড় টুকরা, ওজন প্রায় আড়াই শ গ্রাম হবে, সঙ্গে বড় আলু ফালি ফালি করে কাটা এবং বেশি করে মশলা দেয়া ঝোল। শেষ বাটিতে ঘন করে রান্না করা আধাভাঙ্গা মাষকলাইয়ের ডাল।


ম্যানেজারকে বললাম, " সত্যি মামা, আজ দুপুরের খাবারে সারপ্রাইজ দিলেন। "


ম্যানেজার :- গিয়েছিলাম গাঙ্গিনারপাড়ের মেছুয়া বাজারে। গিয়ে দেখলাম শম্ভুগঞ্জের সুরেশ মালো অনেকগুলো বোয়াল মাছ নিয়ে বসে আছে। আমি সবচেয়ে বড় বোয়ালটার দিকে আঙুল তুলে বললাম, " এই বোয়ালটা কত ? " তখন সুরেশ বলল, " আপনি যতই দাম দেন। " এমন একটা বোয়ালের দাম কমপক্ষে পঁচিশ পয়সা হয়। তাই আমি বিশ পয়সা বলতে চাচ্ছিলাম, তখন মেছুয়া বাজারের জরিনা আমার কানে কানে বলল, " ভাই, আজ মাছের দাম খুবই কম। দেশে যুদ্ধ হবে, এমন খবর পেয়ে মাছ বিক্রেতারা অল্প দামে মাছ বিক্রি করে চলে যাচ্ছে। মাছের দাম কম বলুন। " তাই আমি মাছটার দাম বললাম, দশ পয়সা। তখন সুরেশ বলল, " দেন ভাই দেন। মাছ বিক্রি করে বাড়ি যাই। যুদ্ধ শুরু হলে বিক্রি না করে মাছ ফেলে রেখে পালাতে হবে। " তখন আমি দশ পয়সা দিয়ে মাছটা কিনে নিয়ে আলুর দোকানে ওজন করে দেখলাম সেটার ওজন আট কেজি দেড় শ গ্রাম।


এই কথা শোনে জামাল বলল, " বাহ্, আপনি নিজেও মাছ কিনে সারপ্রাইজ নিলেন আর আমাদেরকেও রান্না করে সারপ্রাইজ দিলেন। "


ম্যানেজার :- জরিনা আমার এত উপকার করল, তাই তাকে একটা পান কিনে দিলাম। এমন সময় জরিনার এক বান্ধবী এল, তাই বান্ধবীকেও একটা পান দিলাম। তবে মেছুয়া বাজারের জরিনারা কমবেশি সকলেরই উপকার করে।


জামাল তখন বোয়াল মাছের টুকরো থেকে একটু ভেঙে নিয়ে খাইতে খাইতে বলল, " জরিনারা কারা ? "


ম্যানেজার :- জরিনারা মেছুয়া বাজারেই থাকে।


জামাল :- ওরা কী করে ?


এই কথা শোনে ম্যানেজার আমতা আমতা করছিল, তাই আমি তাড়াতাড়ি বললাম, " ওরা বিনোদন কর্মী। মানুষকে বিনোদন দেয়াই ওদের কাজ। " এবং প্রসঙ্গ বদল করে বললাম, " কাজল এখনও আসছে না কেন ? "


ম্যানেজার :- কাজলের কথা আর বলবেননা। ইদানিং গাঙ্গিনারপাড় থেকে বাংলা মদ খেয়ে মাতাল হয়ে এসে আবল - তাবল বকে। গতকাল বলেছিল, এখন থেকে রুমে বাংলা মদ এনে খাবে।


আমি :- কাজল ত এমন ছেলে না। হঠাৎ করে ওর কী হল ?


ম্যানেজার :- এটাও ত আমি ভাবছি।


এমন সময় কাজল রুমে ঢোকে আমার সামনে একটা বোতল এগিয়ে দিয়ে বলল, " এই নে মদের বোতল, মদ খা, মদ খা। " (চলবে https://parg.co/bVun ) ©️All Right Reserved by Junayed Ashrafur Rahman 

Popular posts from this blog

223)(গল্প-1-15) আসামের জঙ্গলে - 15 (IN THE FOREST OF ASSAM - 15)।-Written by Junayed Ashrafur Rahman ✒

184) (গল্প - 1) আসামের জঙ্গলে (IN THE FOREST OF ASSAM)।-Written by Junayed Ashrafur Rahman

167)Importance of the stories.(গল্পের গুরুত্ব।)-Written by Junayed Ashrafur Rahman ✒